ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৯
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩০৯) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত তোমরা যে সময়ে আদায় কর তার আগে আদায় করতেন। আর তিনি যে সময়ে আসরের সালাত আদায় করতেন তোমরা তার আগেই তা আদায় কর।
عن أم سلمة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم أشد تعجيلا للظهر منكم وأنتم أشد تعجيلا للعصر منه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১০
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩১০) আলী ইবন শাইবান রা. বলেন, আমরা মদীনায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করি। তখন তিনি আসরের সালাত দেরি করতেন, যতক্ষণ সূর্য পরিষ্কার সাদা থাকত ।
عن علي بن شيبان رضي الله عنه: قدمنا على رسول الله صلى الله عليه وسلم المدينة فكان يؤخر العصر ما دامت الشمس بيضاء نقية

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১১
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩১১) আব্দুল্লাহ ইবন রাফি বলেন, তিনি আবু হুরাইরা রা.কে সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্ন করেন। তখন আবু হুরাইরা রা. বলেন, যখন তোমার ছায়া তোমার সমান হবে তখন যুহরের সালাত আদায় করবে। এবং যখন তোমার ছায়া তোমার দ্বিগুণ হবে তখন আসরের সালাত আদায় করবে ।
عن عبد الله بن رافع أنه سأل أبا هريرة رضي الله عنه عن وقت الصلاة فقال أبو هريرة: صل الظهر إذا كان ظلك مثلك والعصر إذا كان ظلك مثليك

তাহকীক:
তাহকীক চলমান