ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১০
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩১০) আলী ইবন শাইবান রা. বলেন, আমরা মদীনায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করি। তখন তিনি আসরের সালাত দেরি করতেন, যতক্ষণ সূর্য পরিষ্কার সাদা থাকত ।
عن علي بن شيبان رضي الله عنه: قدمنا على رسول الله صلى الله عليه وسلم المدينة فكان يؤخر العصر ما دامت الشمس بيضاء نقية
হাদীসের ব্যাখ্যা:
আলী রা. এভাবে সালাত আদায় করতেন মর্মে একটি হাদীস হাকিম সঙ্কলন করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবন মাসউদ রা. এভাবে সালাত আদায় করতেন মর্মে একটি হাদীস আব্দুর রাযযাক সহীহ সনদে সঙ্কলিত করেছেন। গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, তারা প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়ার পরে এবং সূর্যের মধ্যে হলুদাভা আসার পূর্বে আসর পড়তেন। আবু হুরাইরা রা.র একটি বাণী এই অর্থ প্রকাশ করে ।
[আলবানি ও শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ দুর্বল। সনদের দুইজন রাবী: মুহাম্মাদ ইবন ইয়াযীদ ও ইয়াযীদ ইবন আব্দুর রাহমান অজ্ঞাতপরিচয়। দেখুন: আলবানি, যয়ীফ সুনান আবু দাউদ ১/১৪৮; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ১/৩০৬। -সম্পাদক]
[আলবানি ও শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ দুর্বল। সনদের দুইজন রাবী: মুহাম্মাদ ইবন ইয়াযীদ ও ইয়াযীদ ইবন আব্দুর রাহমান অজ্ঞাতপরিচয়। দেখুন: আলবানি, যয়ীফ সুনান আবু দাউদ ১/১৪৮; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ১/৩০৬। -সম্পাদক]
