ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০৯
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩০৯) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত তোমরা যে সময়ে আদায় কর তার আগে আদায় করতেন। আর তিনি যে সময়ে আসরের সালাত আদায় করতেন তোমরা তার আগেই তা আদায় কর।
عن أم سلمة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم أشد تعجيلا للظهر منكم وأنتم أشد تعجيلا للعصر منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩০৯ | মুসলিম বাংলা