ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০৮
'আস সালাতুল উসতা' বা মধ্যবর্তী সালাত নির্ধারণ এবং আসরের সালাত ছুটে যাওয়ার ভয়ঙ্কর পাপ
(৩০৮) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সালাতুল আসর পরিত্যাগ করবে তার কর্ম বিনষ্ট হয়ে যাবে।
عن بريدة رضي الله عنه مرفوعا: من ترك صلاة العصر فقد حبط عمله
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩০৮ | মুসলিম বাংলা