ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৪
নামাযের অধ্যায়
মাগরিবের সালাত প্রথম ওয়াক্তে আদায় মুসতাহাব
(৩১৪) আবু আইউব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, অথবা তিনি বলেন, ফিতরাতের (প্রকৃতির) উপরে থাকবে, যতদিন পর্যন্ত তারা মাগরিবের সালাত তারকারাজি স্পষ্ট হয়ে পরস্পরে সম্মিলিত হওয়া পর্যন্ত দেরি না করবে ।
كتاب الصلاة
عن أبي أيوب رضي الله عنه مرفوعا: لا تزال أمتي بخير أو قال على الفطرة ما لم يؤخروا المغرب إلى أن تشتبك النجوم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫
নামাযের অধ্যায়
মাগরিবের সালাত প্রথম ওয়াক্তে আদায় মুসতাহাব
(৩১৫) রাফি' ইবন খাদীজ রা. বলেন, আমরা আল্লাহর নবী (ﷺ) এর সাথে মাগরিবের সালাত আদায় করতাম। এরপর যখন আমরা ফিরে যেতাম তখন আমাদের যে কেউ তার নিক্ষেপিত তীরের পতনস্থান দেখতে পেত ।
كتاب الصلاة
عن رافع بن خديج رضي الله عنه يقول: كنا نصلي المغرب مع النبي صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه ليبصر مواقع نبله