ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৫
মাগরিবের সালাত প্রথম ওয়াক্তে আদায় মুসতাহাব
(৩১৫) রাফি' ইবন খাদীজ রা. বলেন, আমরা আল্লাহর নবী (ﷺ) এর সাথে মাগরিবের সালাত আদায় করতাম। এরপর যখন আমরা ফিরে যেতাম তখন আমাদের যে কেউ তার নিক্ষেপিত তীরের পতনস্থান দেখতে পেত ।
عن رافع بن خديج رضي الله عنه يقول: كنا نصلي المغرب مع النبي صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه ليبصر مواقع نبله

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মাগরিবের নামায সূর্য ডোবার সাথে সাথে এত তাড়াতাড়ি আদায় করতে হয় যে নামাযানেত্ম কেউ তীর ছুঁড়লে সে তার নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার স্থান দেখতে পায়। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫২)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩১৫ | মুসলিম বাংলা