ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৪
মাগরিবের সালাত প্রথম ওয়াক্তে আদায় মুসতাহাব
(৩১৪) আবু আইউব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, অথবা তিনি বলেন, ফিতরাতের (প্রকৃতির) উপরে থাকবে, যতদিন পর্যন্ত তারা মাগরিবের সালাত তারকারাজি স্পষ্ট হয়ে পরস্পরে সম্মিলিত হওয়া পর্যন্ত দেরি না করবে ।
عن أبي أيوب رضي الله عنه مرفوعا: لا تزال أمتي بخير أو قال على الفطرة ما لم يؤخروا المغرب إلى أن تشتبك النجوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩১৪ | মুসলিম বাংলা