ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১৩
নামাযের অধ্যায়
মেঘলা দিনে মুসতাহাব সময়
(৩১৩) উমার রা. বলেছেন, যদি মেঘলা দিন হয় তাহলে যুহরের সালাত দেরি করে (শেষ ওয়াক্তে) আদায় করবে এবং আসরের সালাত আগে (প্রথম ওয়াক্তে) আদায় করবে ।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه موقوفا: إذا كان يوم غيم فأخروا الظهر وعجلوا العصر