ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৬) আয়িশা রা. বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একজন মহিলা যার সর্বদা ঋতুস্রাব হতে থাকে, কখনোই আমি পবিত্র হতে পারি না আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ তো রক্তবাহী শিরা বা নালির রক্ত; হায়িয বা নিয়মিত স্বাভাবিক রক্তস্রাব নয় কাজেই যখন তোমার নিয়মিত মাসিক ঋতুস্রাবের সময় আসবে তখন তুমি সালাত আদায় ছেড়ে দেবে। যখন নিয়মিত ঋতুস্রাবের দিনগুলো অতিক্রান্ত হয়ে যাবে তখন তুমি তোমার রক্ত ধুয়ে ফেলবে এবং সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن عائشة قالت: جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني امرأة أستحاض فلا أطهر أفأدع الصلاة؟ فقال رسول الله صلى الله عليه وسلم: «لا، إنما ذلك عرق، وليس بحيض، فإذا أقبلت حيضتك فدعي الصلاة، وإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي»
হাদীস নং: ২৩৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৭) আয়িশা রা. উক্ত ঘটনার বর্ণনায় বলেন, (ফাতিমা বিনতু আবু হুবাইশকে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, স্থায়ী রক্তস্রাবে আক্রান্ত হওয়ার আগে তোমার নিয়মিত মাসিক ঋতুস্রাব যে কয়দিন স্থায়ী থাকত, প্রতি মাসে সেই কয় দিন তুমি সালাত বর্জন করবে। এরপর তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها فيه: ...ولكن دعي الصلاة قدر الأيام التي كنت تحيضين فيها ثم اغتسلي وصلي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৮) আয়িশা রা. বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি একমাস বা দুইমাস যাবৎ একটানা ঋতুস্রাবে আক্রান্ত থাকি । তিনি বলেন, এ হায়িয বা স্বাভাবিক ঋতুস্রাব নয়, রক্তবাহী শিরার রক্ত। কাজেই নিয়মিত ঋতুস্রাবের সময় আসলে যে কয়দিন তোমার নিয়মিত ঋতুস্রাব হত সেই কয়দিন তুমি সালাত বর্জন করবে। এরপর তুমি গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযু করবে।
كتاب الطهارة
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُسْتَحَاضُ الشهر والشهرين قال: "ليس ذلك بِحَيْضٍ وَلَكِنَّهُ عِرْقٌ فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ فإذا أدبرت فاغتسلي وتوضئي لكل صلاة"
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে ইস্তিহাযাগ্রস্ত নারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সে তার হায়িযের দিনগুলোতে সালাত পরিত্যাগ করবে, অতঃপর একবার গোসল করবে এবং এরপর প্রত্যেক সালাতের সময় ওযু করবে।
كتاب الطهارة
عَنْ عَائِشَةَ رضي الله عنها قالت: سئل رسول الله صلى الله عليه وسلم عن المستحاضة فقال: تدع الصلاة أيامها ثم تغتسل غسلا واحدا ثم تتوضأ عند كل صلاة.