ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৪০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অপারগ মা’যূর ব্যক্তি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে
(২৪০) আব্দুল্লাহ ইবন দারাহ বলেন, উসমান রা.র অনবরত পেশাব নির্গত হত । তিনি প্রথমে এর চিকিৎসা করেন। এরপর ছেড়ে দেন । তখন তিনি প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন।
كتاب الطهارة
عن عبيد الله بن دارة: أن عثمان رضي الله عنه كان قد سلس بوله عليه فداواه ثم أرسله فكان يتوضأ لكل صلاة
তাহকীক:
হাদীস নং: ২৪১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অপারগ মা’যূর ব্যক্তি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে
(২৪১) যাইদ ইবনু সাবিত রা.র পুত্র খারিজা বলেন, আমার পিতা বৃদ্ধ হলে অনবরত পেশাব নির্গত হওয়ার রোগে আক্রান্ত হন। তিনি সাধ্যমতো চিকিৎসা করান। যখন আর পারলেন না, তখন তিনি ওযু করে সালাত আদায় করতেন।
كتاب الطهارة
عن خارجة بن زيد بن ثابت في قصة أبيه: كبر زيد حتى سلس منه البول فكان يداويه ما استطاع فإذا غلبه توضأ ثم صلى
তাহকীক: