ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪২
ঋতুস্রাবের রক্ত কাপড়ে লাগলে
(২৪২) আসমা রা. বলেন, একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলেন, একজন মহিলার কাপড়ে যদি হায়িযের রক্ত লেগে যায়, তখন সে এই রক্তের কী করবে? তিনি বলেন, সে তা ডলে, আঁচড়িয়ে বা খুচিয়ে উঠাবে। অতঃপর সে পানি দিয়ে তা ডলে পরিষ্কার করবে। অতঃপর সে তাতে পানি ঢেলে দেবে। এরপর সে তাতে সালাত আদায় করবে ।
عن أسماء قالت: جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم، فقالت: إحدانا يصيب ثوبها من دم الحيضة، كيف تصنع به، قال: «تحته، ثم تقرصه بالماء، ثم تنضحه، ثم تصلي فيه»

তাহকীক:
তাহকীক চলমান