ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৩
বীর্যের বিধান
(২৪৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাপড় থেকে বীর্য ধৌত করে সেই কাপড়েই সালাত আদায় করতে বেরিয়ে যেতেন । আমি তাঁর কাপড়ে ধোয়ার চিহ্নের দিকে তাকিয়ে থাকতাম।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يغسل المني ثم يخرج إلى الصلاة في ذلك الثوب وأنا أنظر إلى أثر الغسل فيه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৪
বীর্যের বিধান
(২৪৪) আয়িশা রা. বলেন, কাপড়ে বীর্য লাগলে তুমি যদি তা দেখতে পাও তাহলে তা ধুয়ে ফেলবে। আর যদি দেখতে না পাও তাহলে তার উপর পানি ঢেলে দেবে।
عن عائشة رضي الله عنها أنها قالت في المني إذا أصاب الثوب: إذا رأيته فاغسله وإن لم تره فائضحة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৫
বীর্যের বিধান
(২৪৫) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় থেকে বীর্য ডলে উঠাতাম, যদি তা শুকনো হত। আর তা আর্দ্র হলে আমি তা ধৌত করতাম ।
عن عائشة رضي الله عنها قالت: أفرك المني من ثوب رسول الله صلى الله عليه وسلم إذا كان يابسا و أغسله إذا كان رطبا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৬
বীর্যের বিধান
(২৪৬) মুআবিয়া রা. তার বোন উম্মুল মুমিনীন উম্মু হাবীবা রা.কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কাপড় পরিহিত অবস্থায় তাঁর সাথে মিলিত হতেন, সেই কাপড়ে কি তিনি সালাত আদায় করতেন? তিনি বলেন, হ্যাঁ, যদি কাপড়ে কোনো নোংরা না দেখতে পেতেন তাহলে
عن معاوية بن أبي سفيان رضي الله عنهما أنه سأل أخته أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي في الثوب الذي يجامعها فيه؟ فقالت: نعم إذا لم ير فيه أذى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৭
বীর্যের বিধান
(২৪৭) আবু হুরাইরা রা. বলেন, কাপড়ে বীর্য লাগলে, তুমি যদি তা দেখতে পাও তাহলে তা ধুয়ে ফেলবে। আর যদি তা না হয় তাহলে কাপড়টি পুরোই ধৌত করবে।
عن أبي هريرة رضي الله عنه قال في المني يصيب الثوب: إن رأيته فاغسله وإلا فاغسله كله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৮
বীর্যের বিধান
(২৪৮) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. বলেন, কাপড়ে যদি বীর্য লাগে তাহলে তুমি একটি কাঠি বা ডাল দিয়ে তা সরিয়ে দেবে; কারণ তা থুথু, শ্লেষ্মা বা শিকনির পর্যায়ের।
عن ابن عباس رضي الله عنهما أنه قال في المني يصيب الثوب: امطه عنك …. يعود إذخر فإنما هو بمنزلة البصاق والمخاط
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা