ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩৯
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে ইস্তিহাযাগ্রস্ত নারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সে তার হায়িযের দিনগুলোতে সালাত পরিত্যাগ করবে, অতঃপর একবার গোসল করবে এবং এরপর প্রত্যেক সালাতের সময় ওযু করবে।
عَنْ عَائِشَةَ رضي الله عنها قالت: سئل رسول الله صلى الله عليه وسلم عن المستحاضة فقال: تدع الصلاة أيامها ثم تغتسل غسلا واحدا ثم تتوضأ عند كل صلاة.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশের হাদীসের কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে: توضئي لوقت كل صلاة 'তুমি প্রত্যেক সালাতের ওয়াক্তের জন্য ওযু করবে'। শারহু মুখতাসারিত তাহাবি' গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, আবু হানীফা এই শব্দে হাদীসটি বর্ণনা করেছেন । বুখারির বর্ণনায় অনুরূপ কথা রয়েছে, তবে হাদীসের রাবী উরওয়া ইবন যুবাইরের কথা হিসাবে। হিশাম ইবন উরওয়া তার পিতা উরওয়ার মাধ্যমে আয়িশা রা. থেকে হাদীসটি বর্ণনা করার পরে বলেন: وقال أبي ثم توضئي لكل صلاة حتى يجيء ذلك الوقت ‘এবং আমার পিতা বলেন, অতঃপর তুমি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে, সেই ওয়াক্তের আগমন পর্যন্ত' ।
হাফিয ইবন হাজার বলেন, সম্ভবত এই বাক্যগুলোও ফাতিমা বিনতু আবু হুবাইশকে দেওয়া রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশের অংশ ।
হাফিয ইবন হাজার বলেন, সম্ভবত এই বাক্যগুলোও ফাতিমা বিনতু আবু হুবাইশকে দেওয়া রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশের অংশ ।
