ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৮) আয়িশা রা. বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি একমাস বা দুইমাস যাবৎ একটানা ঋতুস্রাবে আক্রান্ত থাকি । তিনি বলেন, এ হায়িয বা স্বাভাবিক ঋতুস্রাব নয়, রক্তবাহী শিরার রক্ত। কাজেই নিয়মিত ঋতুস্রাবের সময় আসলে যে কয়দিন তোমার নিয়মিত ঋতুস্রাব হত সেই কয়দিন তুমি সালাত বর্জন করবে। এরপর তুমি গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযু করবে।
كتاب الطهارة
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُسْتَحَاضُ الشهر والشهرين قال: "ليس ذلك بِحَيْضٍ وَلَكِنَّهُ عِرْقٌ فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ فإذا أدبرت فاغتسلي وتوضئي لكل صلاة"