ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৩৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৭) আয়িশা রা. উক্ত ঘটনার বর্ণনায় বলেন, (ফাতিমা বিনতু আবু হুবাইশকে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, স্থায়ী রক্তস্রাবে আক্রান্ত হওয়ার আগে তোমার নিয়মিত মাসিক ঋতুস্রাব যে কয়দিন স্থায়ী থাকত, প্রতি মাসে সেই কয় দিন তুমি সালাত বর্জন করবে। এরপর তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها فيه: ...ولكن دعي الصلاة قدر الأيام التي كنت تحيضين فيها ثم اغتسلي وصلي
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)