ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪০
অপারগ মা’যূর ব্যক্তি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে
(২৪০) আব্দুল্লাহ ইবন দারাহ বলেন, উসমান রা.র অনবরত পেশাব নির্গত হত । তিনি প্রথমে এর চিকিৎসা করেন। এরপর ছেড়ে দেন । তখন তিনি প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন।
عن عبيد الله بن دارة: أن عثمان رضي الله عنه كان قد سلس بوله عليه فداواه ثم أرسله فكان يتوضأ لكل صلاة
