ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪১
অপারগ মা’যূর ব্যক্তি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে
(২৪১) যাইদ ইবনু সাবিত রা.র পুত্র খারিজা বলেন, আমার পিতা বৃদ্ধ হলে অনবরত পেশাব নির্গত হওয়ার রোগে আক্রান্ত হন। তিনি সাধ্যমতো চিকিৎসা করান। যখন আর পারলেন না, তখন তিনি ওযু করে সালাত আদায় করতেন।
عن خارجة بن زيد بن ثابت في قصة أبيه: كبر زيد حتى سلس منه البول فكان يداويه ما استطاع فإذا غلبه توضأ ثم صلى
