ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩৬
অসুস্থতা-জনিত বা নিয়মিত সময়ের অধিক রক্তস্রাবের বিধানাবলি
(২৩৬) আয়িশা রা. বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একজন মহিলা যার সর্বদা ঋতুস্রাব হতে থাকে, কখনোই আমি পবিত্র হতে পারি না আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ তো রক্তবাহী শিরা বা নালির রক্ত; হায়িয বা নিয়মিত স্বাভাবিক রক্তস্রাব নয় কাজেই যখন তোমার নিয়মিত মাসিক ঋতুস্রাবের সময় আসবে তখন তুমি সালাত আদায় ছেড়ে দেবে। যখন নিয়মিত ঋতুস্রাবের দিনগুলো অতিক্রান্ত হয়ে যাবে তখন তুমি তোমার রক্ত ধুয়ে ফেলবে এবং সালাত আদায় করবে।
عن عائشة قالت: جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله إني امرأة أستحاض فلا أطهر أفأدع الصلاة؟ فقال رسول الله صلى الله عليه وسلم: «لا، إنما ذلك عرق، وليس بحيض، فإذا أقبلت حيضتك فدعي الصلاة، وإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي»
হাদীসের ব্যাখ্যা:
হায়েয বা নিফাস ব্যতীত কোন রোগের কারণে মহিলাদের যে রক্ত দেখা যায় তাকে ইস্তিহাযা বলে। এ হাদীসে ইস্তিহাযা রোগে আক্রান্ত মহিলার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে যে, প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে অযু করবে। এ বিধানটি শুধু ইস্তিহাযা রোগে আক্রান্ত মহিলার জন্যই নয়। বরং শরীর হতে সার্বক্ষণিক নাপাক বের হতে থাকা যে কোন মা’জুর তথা রোগাক্রান্ত ব্যক্তির জন্যই এটা প্রযোজ্য হবে। (শামী: ১/৩০৬)
