ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩৫
ঋতুবতী স্ত্রীর সাথে মিলিত হলে তার কাফফারার বিধান
(২৩৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে মিলিত হবে সে এক দীনার (৪.২৫ গ্রাম বা ৫ গ্রাম ওয়নের স্বর্ণমুদ্রা) বা অর্ধদীনার দান করবে।
عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم في الذي يأتي امرأته وهي حائض قال: يتصدق بدينار أو نصف دينار.
