ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০২
তায়াম্মুমের পদ্ধতি
(২০২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তায়াম্মুমের পদ্ধতি হল (দুইবার মাটিতে আঘাত করতে হবে বা হাত রাখতে হবে)। একবার আঘাত মুখের জন্য এবং আরেকবার আঘাত কনুই পর্যন্ত দুই হাতের জন্য।
عن جابر، عن النبي صلى الله عليه وسلم، قال: " التيمم ضربتان: ضربة للوجه، وضربة لليدين إلى المرفقين "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০৩
তায়াম্মুমের পদ্ধতি
(২০৩) জাবির রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, আমি জানাবাতে (যৌনতা-জাত নাপাকিতে) আক্রান্ত হই তখন আমি মাটির মধ্যে গড়াগড়ি করি রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি (এই অবস্থায়) এভাবে মাটিতে আঘাত করবে, এবং তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন, অতঃপর তাঁর মুখমণ্ডল মুছেন। এরপর তিনি পুনরায় তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন এবং কনুই পর্যন্ত দুইহাত মুছেন।
عن جابر، قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: أصابني جنابة، وإني تمعكت في التراب، فقال: «اضرب هكذا» وضرب بيديه الأرض فمسح وجهه، ثم ضرب بيديه فمسح بهما إلى المرفقين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০৪
তায়াম্মুমের পদ্ধতি
(২০৪) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন তায়াম্মুম করতেন দুইহাত দ্বারা (মাটিতে) একবার আঘাত করতেন অতঃপর তা দ্বারা তার মুখমণ্ডল মুছতেন। এরপর তিনি পুনরায় তার দুইহাত দিয়ে (মাটিতে) আঘাত করতেন এবং তা দ্বারা কনুই পর্যন্ত দুইহাত মুছতেন ।
عن ابن عمر رضي الله عنه أنه كان إذا تيمم ضرب بيديه ضربة فمسح بهما وجهه ثم ضرب بيديه ضربة أخرى ثم مسح بهما يديه إلى المرفقين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০৫
তায়াম্মুমের পদ্ধতি
(২০৫) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, পানি না পেলে মাটিতে মাসাহ করার (তায়াম্মুম করার) অনুমতি যখন নাযিল হল তখন অন্যান্যদের সাথে আমি সেখানে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দেন যে, আমরা মুখ মোছার জন্য একবার মাটিতে আঘাত করব এবং আরেকবার আঘাত করব দুইহাত কনুই পর্যন্ত মোছার জন্য।
عن عمار رضي الله عنه قال: كنت في القوم حتى نزلت الرخصة في المسح بالتراب إذا لم تجد الماء فأمرنا فضربنا واحدة للوجه ثم ضربنا أخرى لليدين إلى المرفقين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০৬
তায়াম্মুমের পদ্ধতি
(২০৬) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, এক সফরে আমি নাপাক হই কিন্তু গোসলের কোনো পানি ছিল না। তখন আমি মাটিতে গড়াগড়ি করি । রাসূলুল্লাহ (ﷺ) তা জেনে বলেন, তোমার জন্য যথেষ্ট ছিল যে, তুমি এইরূপ করবে, এই কথা বলে তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন। এরপর ফুঁ দিয়ে ধুলা সরিয়ে দেন। অতঃপর দুইহাত দিয়ে তাঁর মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত দুইহাত মুছেন।
عن عمار بن ياسر في قصة التمرغ مرفوعا: فقال النبي صلى الله عليه وسلم إنما كان يكفيك هكذا فضرب النبي صلى الله عليه وسلم بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২০৭
তায়াম্মুমের পদ্ধতি
(২০৭) আম্মার রা. অন্য বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল, এই বলে তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে একবার আঘাত করেন। অতঃপর ডান হাতের উপর বামহাত মুছেন এবং তাঁর দুই হাতের তালু এবং তাঁর মুখমণ্ডল।
عن عمار رضي الله عنه فيه: ...فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা