ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০৭
তায়াম্মুমের পদ্ধতি
(২০৭) আম্মার রা. অন্য বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল, এই বলে তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে একবার আঘাত করেন। অতঃপর ডান হাতের উপর বামহাত মুছেন এবং তাঁর দুই হাতের তালু এবং তাঁর মুখমণ্ডল।
عن عمار رضي الله عنه فيه: ...فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه

হাদীসের ব্যাখ্যা:

উপরের বুখারি ও মুসলিমে সঙ্কলিত আম্মার রা.র হাদীস থেকে বোঝা যায় যে, তায়াম্মুম করার জন্য একবার মাত্র দুইহাত দিয়ে মাটিতে আঘাত করে মুখ ও দুইহাত মাসাহ করতে হবে। অপরদিকে উপরে উল্লিখিত জাবির, আম্মার ও অন্যান্য সাহাবির হাদীস থেকে বোঝা যায় যে, তায়াম্মুমের জন্য দুইবার মাটিতে আঘাত করতে হবে। গ্রন্থকার এ বিষয়ে বলেন যে, বুখারি ও মুসলিমে সঙ্কলিত আম্মারের বর্ণনাটি সম্ভবত সংক্ষিপ্ত। বাযযারের বর্ণনা থেকে বোঝা যায় যে, আম্মার তায়াম্মুমের আয়াত নাযিলের সময় উপস্থিত ছিলেন এবং তায়াম্মুমের জন্য দুইবার মাটিতে আঘাত করতে হয় তা তিনি জানতেন। তবে ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুমের বৈধতা তিনি জানতেন না। এজন্য তিনি মাটিতে গড়াগড়ি করেছিলেন । রাসূলুল্লাহ (ﷺ) তাকে জানান যে, তোমার আগের শেখা পদ্ধতিতে মাটিতে আঘাত করে মুখ ও হাত মুছে তায়াম্মুম করলেই চলত । ওযু ও গোসলের জন্য পৃথক কোনো ব্যবস্থা নেই। এজন্য তিনি সংক্ষেপে তাকে ওযু ও গোসলের তায়াম্মুম যে একই প্রকারের তা শিখিয়ে দেন। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২০৭ | মুসলিম বাংলা