ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০৬
তায়াম্মুমের পদ্ধতি
(২০৬) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, এক সফরে আমি নাপাক হই কিন্তু গোসলের কোনো পানি ছিল না। তখন আমি মাটিতে গড়াগড়ি করি । রাসূলুল্লাহ (ﷺ) তা জেনে বলেন, তোমার জন্য যথেষ্ট ছিল যে, তুমি এইরূপ করবে, এই কথা বলে তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন। এরপর ফুঁ দিয়ে ধুলা সরিয়ে দেন। অতঃপর দুইহাত দিয়ে তাঁর মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত দুইহাত মুছেন।
عن عمار بن ياسر في قصة التمرغ مرفوعا: فقال النبي صلى الله عليه وسلم إنما كان يكفيك هكذا فضرب النبي صلى الله عليه وسلم بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২০৬ | মুসলিম বাংলা