ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৮
তায়াম্মুম করে সালাত আদায়ের পরে ওয়াক্তের মধ্যেই পানি পেলে
(২০৮) আবু সায়ীদ খুদরি রা. বলেন, দুইব্যক্তি সফররত ছিলেন, এমতাবস্থায় সালাতের সময় উপস্থিত হয়, কিন্তু তাদের কাছে পানি ছিল না । তখন তারা দুইজন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করেন। এরপর সালাতের ওয়াক্ত থাকা অবস্থায় তারা পানি পেয়ে যান। তখন তাদের একজন ওযু করে পুনরায় সালাত আদায় করেন। অপর ব্যক্তি পুনরায় সালাত আদায় করেন না। তারা দুইজন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বিষয়টি তাঁকে জানান। যে ব্যক্তি সালাত পুনরায় আদায় করে নি, তাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেন,। সুন্নত অনুসারে কর্ম করতে পেরেছ তোমার (তায়াম্মুমসহ আদায়কৃত) সালাতে তোমার দায়িত্ব পালিত হয়েছে । আর যে ব্যক্তি ওযু করে দ্বিতীয়বার সালাত আদায় করেছে, তাকে তিনি বলেন, তুমি দুইবার সাওয়াব পেয়েছ।
عن أبي سعيد الخدري قال: خرج رجلان في سفر، فحضرت الصلاة وليس معهما ماء، فتيمما صعيدا طيبا فصليا، ثم وجدا الماء في الوقت، فأعاد أحدهما الصلاة والوضوء ولم يعد الآخر، ثم أتيا رسول الله صلى الله عليه وسلم فذكرا ذلك له فقال للذي لم يعد: «أصبت السنة، وأجزأتك صلاتك». وقال للذي توضأ وأعاد: «لك الأجر مرتين»

তাহকীক:
তাহকীক চলমান