ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৯
পানি থেকে কত দূরে থাকলে তায়াম্মুম করা বৈধ হবে
(২০৯) ইবন উমার রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) (মদীনার উপকণ্ঠে) 'মারবিদুন নাআম' নামক স্থানে তায়াম্মুম করেছেন, যে স্থান থেকে তিনি মদীনার বাড়িঘর দেখতে পাচ্ছিলেন।
عن ابن عمر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم تيمم بموضع يقال له مربد النعم وهو يرى بيوت المدينة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১০
পানি থেকে কত দূরে থাকলে তায়াম্মুম করা বৈধ হবে
(২১০) নাফি' বলেন, ইবন উমার রা. মদীনা থেকে এক বা দুই মাইল১ দূরে থাকা অবস্থায় তায়াম্মুম করে আসরের সালাত আদায় করেন । এরপর সূর্য উর্ধ্বে থাকতেই তিনি মদীনায় প্রবেশ করেন, তবে তিনি পুনরায় আর সালাত আদায় করলেন না ।
عن نافع قال: تيمم ابن عمر على رأس ميل أو ميلين من المدينة فصلى العصر فقدم والشمس مرتفعة ولم يعد الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা