ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১১
পানি না-থাকা অবস্থায় দাম্পত্য মিলন
(২১১) হাকীম ইবন মুআবিয়া নামক তাবিয়ি বলেন, আমার চাচা মিখমার ইবন হাইদার বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, হে আল্লাহর রাসূল, আমি একমাস যাবৎ পানি থেকে দূরে (মরুভূমির মধ্যে) অবস্থান করি এবং আমার স্ত্রীও আমার সাথে থাকেন । আমি কি স্ত্রীর সাথে মিলিত হতে পারি? তিনি বলেন, হ্যাঁ। (তুমি যদি তিন বছরও পানি থেকে দূরে থাক তাহলেও)।
عن حكيم بن معاوية، عن عمه مخمر بن حيدر، قال: قلت: يا رسول الله، إني " أغيب الشهر عن الماء ومعي أهلي فأصيب منهم؟ قال: «نعم» ، قلت: يا رسول الله إني أغيب أشهرا، قال: «وإن غبت ثلاثين سنة»

তাহকীক:
তাহকীক চলমান
