ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০১
শীতের মধ্যে স্বপ্নস্খলনের জন্য তায়াম্মুম
(২০১) আমর ইবনুল আস রা. বলেন, 'যাতুস সুলাসিল' যুদ্ধের সময়ে এক শীতার্ত রাতে আমার স্বপ্নস্খলন হয়। আমার ভয় হল যে, গোসল করলে আমি মারা যাব। এজন্য আমি তায়াম্মুম করি, অতঃপর আমার সঙ্গীদের নিয়ে ইমামতি করে ফজরের সালাত আদায় করি । আমার সঙ্গীরা বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে অবগত করায় । তখন তিনি আমাকে বলেন, আমর, তুমি নাপাক অবস্থায় তোমার সাথিদের নিয়ে সালাত আদায় করেছ? তখন আমি তাঁকে আমার গোসল না করার কারণ জানালাম এবং বললাম, আমি আল্লাহকে বলতে শুনেছি, ‘এবং তোমরা নিজেদেরকে হত্যা কোরো না; আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু’-- ২৬ সূরা: [৪] নিসা, আয়াত: ২৯। তখন রাসূলুল্লাহ (ﷺ) হাসলেন এবং আর কিছু বললেন না।
عن عمرو بن العاص قال: احتلمت في ليلة باردة في غزوة ذات السلاسل فأشفقت إن اغتسلت أن أهلك فتيممت، ثم صليت بأصحابي الصبح فذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال: «يا عمرو صليت بأصحابك وأنت جنب؟» فأخبرته بالذي منعني من الاغتسال وقلت إني سمعت الله يقول: {ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما} [النساء: 29] فضحك رسول الله صلى الله عليه وسلم ولم يقل شيئا

তাহকীক:
তাহকীক চলমান
