ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
‘বুদাআহ’ কূপ
(১৭২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা আমরা কি বুদাআহ* নামক কূপ, যে কূপের মধ্যে মাসিক রক্তস্রাবে ব্যবহৃত হয়, ব্যবহৃত কাপড়ের টুকরা, কুকুরের মাংস ও দুর্গন্ধময় নোংরা আবর্জনা ফেলা হয়, সেই কূপ থেকে ওযু করব? তিনি বলেন, পানি পবিত্রকারী, কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না।
كتاب الطهارة
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قيل يا رسول الله أنتوضأ من بئر بضاعة؟ وهي بئر يلقى فيها الحيض ولحوم الكلاب والنتن فقال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء.
তাহকীক:
হাদীস নং: ১৭৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
‘বুদাআহ’ কূপ
(১৭৩) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানিকে কিছুই নাপাক করতে পারে না, যতক্ষণ না তা পানির গন্ধ, স্বাদ এবং বর্ণ পরিবর্তন করে ।
كتاب الطهارة
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إنّ الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه.
তাহকীক: