ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭২
‘বুদাআহ’ কূপ
(১৭২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা আমরা কি বুদাআহ* নামক কূপ, যে কূপের মধ্যে মাসিক রক্তস্রাবে ব্যবহৃত হয়, ব্যবহৃত কাপড়ের টুকরা, কুকুরের মাংস ও দুর্গন্ধময় নোংরা আবর্জনা ফেলা হয়, সেই কূপ থেকে ওযু করব? তিনি বলেন, পানি পবিত্রকারী, কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قيل يا رسول الله أنتوضأ من بئر بضاعة؟ وهي بئر يلقى فيها الحيض ولحوم الكلاب والنتن فقال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৭৩
‘বুদাআহ’ কূপ
(১৭৩) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানিকে কিছুই নাপাক করতে পারে না, যতক্ষণ না তা পানির গন্ধ, স্বাদ এবং বর্ণ পরিবর্তন করে ।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إنّ الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه.

তাহকীক:
তাহকীক চলমান