ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৪
দুই ‘কোলা’ পানির হাদীস
(১৭৪) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, যে জলাশয়ে জীব জানোয়ার ও বন্য হিংস্র পশু আগমন করে (পানি পান করে বা পানিতে নামে) সেই পানির বিধান কী? তিনি বলেন, পানি যদি দুই ‘কোলা’ পরিমাণ* হয় তাহলে তা অপবিত্র হয় না।
عن عبد الله بن عمر رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن الماء وما ينوبه من الدواب والسباع فقال إذا كان الماء
فلتين لم يحمل الخبث.
فلتين لم يحمل الخبث.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৭৫
দুই ‘কোলা’ পানির হাদীস
(১৭৫) আব্দুল্লাহ ইবন উমার* রা. বলেন, পানি যদি চল্লিশ কোলা পরিমাণ হয় তাহলে তা নাপাক হবে না।
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: إذا بلغ الماء أربعين قلة لم ينجس

তাহকীক:
তাহকীক চলমান