ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭১
পানির পবিত্রতা ও অপবিত্রতা বিষয়ে
(১৭১) ইয়াহইয়া ইবন আব্দুর রহমান ইবন হাতিব বলেন, উমার ইবনুল খাত্তাব রা. কিছু সঙ্গীসহ সফর করছিলেন, যাদের মধ্যে ছিলেন আমর ইবনুল আস রা.। পথিমধ্যে তারা একটি পানির চৌবাচ্চা বা ছোট জলাশয়ের নিকট আগমন করেন। তখন আমর ইবনুল আস রা. বলেন, হে জলাশয়ের মালিক, আপনার জলাশয়ে কি বন্যপ্রাণিরা আগমন করে? তখন উমার ইবনুল খাত্তাব রা. বলেন, হে জলাশয়ের মালিক, আপনি এ বিষয়ে আমাদের কিছুই বলবেন না। কারণ বন্যপ্রাণিরা যেস্থানে পানি পান করে আমরা সেখানে তাদের পরে গমন করি। আবার বন্যপ্রাণিরাও আমাদের পরে আমাদের ব্যবহৃত জলাশয়ে আগমন করে।
عن يحيى بن عبد الرحمن ابن خاطب أن عمر بن الخطاب رضي الله عنه خرج في ركب فيهم عمرو بن العاص رضي الله عنه حتى وردوا حوضا فقال عمرو بن العاص لصاحب الحوض يا صاحب الحوض هل ترد حوضك السباع؟ فقال عمر بن الخطاب يا صاحب الحوض لا تخبرنا فإنا نرد على السباع وترد علينا.

তাহকীক:
তাহকীক চলমান
