ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬২
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চারটি কারণে গোসল করতেন: ১. যৌনতা বিষয়ক নাপাকি থেকে, ২. শুক্রবারে, ৩. সিঙ্গার মাধ্যমে রক্ত বের করলে এবং ৪. মৃতকে গোসল করালে।
عن عائشة رضي الله عنها قالت: إن النبي صلى الله عليه وسلم كان يغتسل من أربع: من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৩
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৩) যাযান বলেন, আমি আলী রা.কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করি । তিনি বলেন, তুমি যখন চাও গোসল করবে। আমি বললাম, আমি তো সেই গোসলের কথা জিজ্ঞাসা করছি, যে গোসলই (মাসনুন) গোসল । তিনি বললেন, জুমুআর দিনে, আরাফার দিনে, ঈদুল ফিতরের দিনে ও ঈদুল আযহার দিনে।
عن زاذان قال: سألت عليا رضي الله عنه عن الغسل فقال: إغتسل إذا شئت فقلت إنما أسألك عن الغسل الذي هو الغسل قال: يوم الجمعة ويوم عرفة ويوم الفطر ويوم الأضحى.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৪
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৪) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, সুন্নত হল, (হজ্জ বা উমরার) ইহরামের ইচ্ছা করলে গোসল করা এবং মক্কায় প্রবেশের ইচ্ছা করলে গোসল করা।
عن ابن عمر رضي الله عنهما قال: إن من السنة أن يغتسل إذا أراد أن يحرم وإذا أراد أن يدخل مكة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৫
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৫) কাইস ইবন আসিম রা. বলেন, আমি ইসলাম গ্রহণের মানসে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করি। তখন তিনি আমাকে গোসল করার নির্দেশ প্রদান করেন।
عن قيس بن عاصم رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم أريد الإسلام فأمرني أن أغتسل بماء وسدر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬৬
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জুমুআর দিনে গোসল করা প্রত্যেক সাবালকের জন্য ওয়াজিব বা অত্যাবশ্যক।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: غسل يوم الجمعة واجب على كل محتلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬৭
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৭) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ জুমুআর দিনে ওযু করে তাহলে তাতেই চলবে এবং তা সুন্দর কর্ম বলে বিবেচিত হবে। আর যদি কেউ গোসল করে তাহলে তা উত্তম হবে ।
عن سمرة بن جندب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل أفضل.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৮
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দর ও পরিপূর্ণরূপে ওযু করবে, অতঃপর জুমুআর সালাতে উপস্থিত হবে* (এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শুনবে তার এক সপ্তাহের ও অতিরিক্ত তিন দিনের গোনাহ ক্ষমা করা হবে)। (মুসলিম) ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة (فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام).
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬৯
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৯) ইবন উমার রা. বলেন, আমরা মৃতকে গোসল করাতাম। এরপর আমাদের মধ্যে কেউ গোসল করতেন এবং কেউ গোসল করতেন না।
عن ابن عمر رضي الله عنهما: كنا نغسل الميت فمنا من يغتسل ومنا من لا يغتسل.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান