ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চারটি কারণে গোসল করতেন: ১. যৌনতা বিষয়ক নাপাকি থেকে, ২. শুক্রবারে, ৩. সিঙ্গার মাধ্যমে রক্ত বের করলে এবং ৪. মৃতকে গোসল করালে।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: إن النبي صلى الله عليه وسلم كان يغتسل من أربع: من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ। হাকিম ও ইবন খুযাইমা হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৪৮; সহীহ ইবন খুযাইমা, হাদীস-২৫৬; মুস্তাদরাক হাকিম, হাদীস-৫৮২]