ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৬১
গোসল ফরয অবস্থায় ও ঋতুস্রাবের অবস্থায় মসজিদে প্রবেশ নিষেধ
(১৬১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নাপাক ব্যক্তি ও ঋতুবতী মহিলার জন্য আমি মসজিদ বৈধ করছি না। (তাদের জন্য মসজিদে প্রবেশ বৈধ নয়)।
عن عائشة رضي الله عنها رفعته: إني لا أحل المسجد لخائض ولا جنب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬১ | মুসলিম বাংলা