ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬৩
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৩) যাযান বলেন, আমি আলী রা.কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করি । তিনি বলেন, তুমি যখন চাও গোসল করবে। আমি বললাম, আমি তো সেই গোসলের কথা জিজ্ঞাসা করছি, যে গোসলই (মাসনুন) গোসল । তিনি বললেন, জুমুআর দিনে, আরাফার দিনে, ঈদুল ফিতরের দিনে ও ঈদুল আযহার দিনে।
عن زاذان قال: سألت عليا رضي الله عنه عن الغسل فقال: إغتسل إذا شئت فقلت إنما أسألك عن الغسل الذي هو الغسل قال: يوم الجمعة ويوم عرفة ويوم الفطر ويوم الأضحى.
