ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৬৪
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৪) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, সুন্নত হল, (হজ্জ বা উমরার) ইহরামের ইচ্ছা করলে গোসল করা এবং মক্কায় প্রবেশের ইচ্ছা করলে গোসল করা।
عن ابن عمر رضي الله عنهما قال: إن من السنة أن يغتسل إذا أراد أن يحرم وإذا أراد أن يدخل مكة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৪ | মুসলিম বাংলা