ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৫) কাইস ইবন আসিম রা. বলেন, আমি ইসলাম গ্রহণের মানসে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করি। তখন তিনি আমাকে গোসল করার নির্দেশ প্রদান করেন।
كتاب الطهارة
عن قيس بن عاصم رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم أريد الإسلام فأمرني أن أغتسل بماء وسدر
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ ও তিরমিযি । তিরমিযি হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইবনুস সাকান হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৫৫; সুনান তিরমিযি, হাদীস-৬০৫]
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উপরের বিভিন্ন প্রকার গোসলের মধ্যে নাপাকির গোসল ফরয। বাকি সকল প্রকারের গোসল মুসতাহাব।