ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪১
গোসলের ক্ষেত্রে পূর্ণ শরীর ধোয়া, কুলি করা ও নাক পরিষ্কার করা
(১৪১) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নাপাকির গোসলে শরীরের একটি পশম পরিমাণ স্থানও না ধুয়ে ছেড়ে দেবে জাহান্নামের আগুনে তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। আলী রা. বলেন, এজন্যই আমি আমার মাথার সাথে শত্রুতা করেছি। তিনি তিনবার একথা বলেন। তিনি তার মাথার চুল ফেলে দিতেন।
عن علي رضي الله عنه مرفوعا: من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار قال علي فمن ثم عاديث رأسي
ثلاثا وكان يجز شعره.
ثلاثا وكان يجز شعره.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪২
গোসলের ক্ষেত্রে পূর্ণ শরীর ধোয়া, কুলি করা ও নাক পরিষ্কার করা
(১৪২) ইবন আব্বাস রা. বলেছেন, যদি কেউ নাপাকির গোসল করে কিন্তু কুলি ও নাক পরিষ্কার না করে তাহলে সে পুনরায় ওযু করবে । আর যদি সে ওযুর মধ্যে কুলি ও নাক পরিষ্কার ত্যাগ করে তাহলে পুনরায় ওযু করবে না।
عن ابن عباس رضي الله عنهما: إذا اغتسل الرجل من الجنابة ولم يتمضمض ولم يستنشق فليعد الوضوء وإن ترك ذلك في الوضوء لم يعد.

তাহকীক:
তাহকীক চলমান