ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৩
মাযি বা যৌনরস এবং বীর্যের পরিচয়
(১৪৩) আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খুব ‘মাযি' (যৌনরস) নির্গত হত। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করি । তিনি বলেন, যদি ‘মাযি’ দেখ তাহলে ওযু করবে এবং তোমার লিঙ্গ ধৌত করবে । আর যদি বেগের সাথে ছিটকে পানি বের হতে দেখ তাহলে গোসল করবে।
عن علي رضي الله عنه قال: كنت رجلا مذاء فسألت النبي صلى الله عليه وسلم فقال: إذا رأيت المذي فتوضأ واغسل ذكرك وإذا رأيت فضح الماء فاغتسل.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা