ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৯
মহিলা ও পুরুষের একই পাত্রে একত্রে গোসল করা এবং একজনের গোসলের অবশিষ্ট পানি দিয়ে অন্যের গোসল করা
(১৩৯) আয়িশা রা. বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) উভয়ে একত্রে একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। আমাদের উভয়ের হাত আগে পরে বারবার পানিতে প্রবেশ করত। (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها قالت: كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد تختلف أيدينا فيه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৪০
মহিলা ও পুরুষের একই পাত্রে একত্রে গোসল করা এবং একজনের গোসলের অবশিষ্ট পানি দিয়ে অন্যের গোসল করা
(১৪০) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর একজন স্ত্রী থেকে বর্ণনা করেছেন যে, তিনি নাপাকির গোসল করেন এবং গোসলের পরে অবশিষ্ট পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) ওযু করেন বা গোসল করেন।
عن ابن عباس رضي الله عنهما أن امرأة من أزواج النبي صلى الله عليه وسلم اغتسلت من جنابة فاغتسل النبي صلى الله عليه وسلم أو توضأ من فضلها.

তাহকীক:
তাহকীক চলমান