ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোসলের ক্ষেত্রে পূর্ণ শরীর ধোয়া, কুলি করা ও নাক পরিষ্কার করা
(১৪২) ইবন আব্বাস রা. বলেছেন, যদি কেউ নাপাকির গোসল করে কিন্তু কুলি ও নাক পরিষ্কার না করে তাহলে সে পুনরায় ওযু করবে । আর যদি সে ওযুর মধ্যে কুলি ও নাক পরিষ্কার ত্যাগ করে তাহলে পুনরায় ওযু করবে না।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنهما: إذا اغتسل الرجل من الجنابة ولم يتمضمض ولم يستنشق فليعد الوضوء وإن ترك ذلك في الوضوء لم يعد.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইমাম আবু ইউসুফ কিতাবুল আসারে সহীহ সনদে ইবন আব্বাসের এই মতটি সঙ্কলিত করেছেন)। [আবু ইউসুফ, কিতাবুল আসার, হাদীস-৫৯]
গ্রন্থকার টীকায় বলেন, এই হাদীসটি ইমাম আবু ইউসুফ আবু হানীফা থেকে, তিনি উসমান ইবন রাশিদ থেকে, তিনি আয়িশা বিনতু আজরাদ থেকে, তিনি ইবন আব্বাস থেকে বর্ণনা করেছেন । দারাতুকনি, বাইহাকি প্রমুখ মুহাদ্দিস এই হাদীসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। তাদের মতে উসমান ইবন রাশিদ ও আয়িশা বিনতু আজরাদ অজ্ঞাতপরিচয় রাবী । কাজেই হাদীসটি দুর্বল। তিনি বলেন, তাদের এই মত সঠিক নয়। উসমান ইবন রাশিদ থেকে ইমাম আবু হানীফা ও ইমাম সুফিয়ান সাওরি হাদীস বর্ণনা করেছেন। ইবন হিব্বান তাকে 'নির্ভরযোগ্য' বলে উল্লেখ করেছেন। আয়িশা বিনতু আজরাদ থেকে উসমান ইবন রাশিদ ও হাজ্জাজ ইবন আরতাআ হাদীস বর্ণনা করেছেন। ইমাম ইয়াহইয়া ইবন মাঈন তার পরিচয় দিয়েছেন এবং তাকে সাহাবি বলে উল্লেখ করেছেন। কাজেই এই দুইজনকে অজ্ঞাতপরিচয় বা অনির্ভরযোগ্য বলার কোনো অবকাশ নেই। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান