ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৪১
গোসলের ক্ষেত্রে পূর্ণ শরীর ধোয়া, কুলি করা ও নাক পরিষ্কার করা
(১৪১) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নাপাকির গোসলে শরীরের একটি পশম পরিমাণ স্থানও না ধুয়ে ছেড়ে দেবে জাহান্নামের আগুনে তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। আলী রা. বলেন, এজন্যই আমি আমার মাথার সাথে শত্রুতা করেছি। তিনি তিনবার একথা বলেন। তিনি তার মাথার চুল ফেলে দিতেন।
عن علي رضي الله عنه مرفوعا: من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار قال علي فمن ثم عاديث رأسي
ثلاثا وكان يجز شعره.
ثلاثا وكان يجز شعره.
