ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪০
মহিলা ও পুরুষের একই পাত্রে একত্রে গোসল করা এবং একজনের গোসলের অবশিষ্ট পানি দিয়ে অন্যের গোসল করা
(১৪০) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর একজন স্ত্রী থেকে বর্ণনা করেছেন যে, তিনি নাপাকির গোসল করেন এবং গোসলের পরে অবশিষ্ট পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) ওযু করেন বা গোসল করেন।
عن ابن عباس رضي الله عنهما أن امرأة من أزواج النبي صلى الله عليه وسلم اغتسلت من جنابة فاغتسل النبي صلى الله عليه وسلم أو توضأ من فضلها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪০ | মুসলিম বাংলা