ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৩৯
মহিলা ও পুরুষের একই পাত্রে একত্রে গোসল করা এবং একজনের গোসলের অবশিষ্ট পানি দিয়ে অন্যের গোসল করা
(১৩৯) আয়িশা রা. বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) উভয়ে একত্রে একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। আমাদের উভয়ের হাত আগে পরে বারবার পানিতে প্রবেশ করত। (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها قالت: كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد تختلف أيدينا فيه
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, কোনো কোনো হাদীসে উল্লেখ করা হয়েছে যে, মহিলার পবিত্রতা অর্জনের (ওযু বা গোসলের) পরে অবশিষ্ট পানি দিয়ে পুরুষ পবিত্রতা অর্জন করবে না এবং পুরুষের পবিত্রতা অর্জনের পরে অবশিষ্ট পানি দিয়ে মহিলা পবিত্রতা অর্জন করবে না। এসকল হাদীসের অর্থ, এরূপ অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়ত অনেকের অসুবিধা লাগতে পারে তাই এরূপ না করা ভালো। তবে তা নিষিদ্ধ নয় ।
