ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪২
গোসলের ক্ষেত্রে পূর্ণ শরীর ধোয়া, কুলি করা ও নাক পরিষ্কার করা
(১৪২) ইবন আব্বাস রা. বলেছেন, যদি কেউ নাপাকির গোসল করে কিন্তু কুলি ও নাক পরিষ্কার না করে তাহলে সে পুনরায় ওযু করবে । আর যদি সে ওযুর মধ্যে কুলি ও নাক পরিষ্কার ত্যাগ করে তাহলে পুনরায় ওযু করবে না।
عن ابن عباس رضي الله عنهما: إذا اغتسل الرجل من الجنابة ولم يتمضمض ولم يستنشق فليعد الوضوء وإن ترك ذلك في الوضوء لم يعد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২ | মুসলিম বাংলা