ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮২
পৃথকভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া
(৮২) শাকীক ইবন সালামাহ নামক তাবিয়ি বলেন, আমি আলী ইবন আবী তালিব ও উসমান ইবন আফফান রা.কে দেখেছি, তারা তিনবার তিনবার করে (ওযুর অঙ্গগুলো ধৌত করে) ওযু করেছেন এবং পৃথকভাবে কুলি করেছেন ও নাক পরিষ্কার করেছেন। (অর্থাৎ প্রথমে তিনবার কুলি করেছেন এরপর পৃথকভাবে তিনবার নাক পরিষ্কার করেছেন।) এরপর বলেছেন, আমরা এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) কে ওযু করতে দেখেছি।
عن شقيق قال: شهدت على علي بن أبي طالب وعثمان بن عفان رضي الله عنهما توضا ثلاثا ثلاثا وأفردا المضمضة من الإستنشاق ثم قالا: هكذا رأينا رسول الله صلى الله عليه وسلم توضأ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৮৩
পৃথকভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া
(৮৩) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একই হাতের পানি দিয়ে কুলি করেছেন এবং নাক পরিষ্কার করেছেন । (বুখারি ও মুসলিম)।
عن عبد الله بن زيد رضي الله عنه مرفوعا بلفظ: فمضمض واستنشق من كف واحد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা