ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮০
ওযুতে একবার, দুইবার বা তিনবার করে ধোয়া
(৮০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (ওযুর অঙ্গগুলোতে) একবার একবার করে (পানি ব্যবহার করে) ওযু করেছেন। (বুখারি)।
عن ابن عباس رضي الله عنه قال: توضأ النبي صلى الله عليه مرة مرة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮১
ওযুতে একবার, দুইবার বা তিনবার করে ধোয়া
(৮১) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ)(ওযুর অঙ্গগুলোতে) দুইবার দুইবার করে (পানি ব্যবহার করে) ওযু করেছেন। (বুখারি)।
عن عبد الله بن زيد رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم توضأ مرتين مرتين.

তাহকীক:
তাহকীক চলমান