ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুতে একবার, দুইবার বা তিনবার করে ধোয়া
(৮১) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ)(ওযুর অঙ্গগুলোতে) দুইবার দুইবার করে (পানি ব্যবহার করে) ওযু করেছেন। (বুখারি)।
كتاب الطهارة
عن عبد الله بن زيد رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم توضأ مرتين مرتين.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-১৫৮]
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে দু'বার দু'বার ধৌত করার যে বিবরণ রয়েছে। অন্য হাদীসে উযূর অঙ্গসমূহে কেবল একবার একবার ধৌত করার কথা উল্লেখ আছে। তা মূলতঃ এটা দেখানোর উদ্দেশ্যে যে এতেও উযূ সম্পন্ন হয়ে যায়। অন্যথায় তিনি সাধারণতঃ উযূতে হাত মুখ এবং পা তিনবার করে ধৌত করতেন এবং অন্যকেও তা শিখিয়ে দিতেন। আর এ পদ্ধতিই সর্বোত্তম মাসনূন পদ্ধতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)