ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮০
ওযুতে একবার, দুইবার বা তিনবার করে ধোয়া
(৮০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (ওযুর অঙ্গগুলোতে) একবার একবার করে (পানি ব্যবহার করে) ওযু করেছেন। (বুখারি)।
عن ابن عباس رضي الله عنه قال: توضأ النبي صلى الله عليه مرة مرة
