ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৯
ওযুর পূর্ণ বিবরণ
(৭৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে, তখন সে যেন তার হাত তিনবার ধোয়ার আগে তা পানির পাত্রে চুবিয়ে না দেয়। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثا.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৭৯ | মুসলিম বাংলা