ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৮
ওযুর পূর্ণ বিবরণ
(৭৮) তাবিয়ি আবু আলকামাও এই হাদীসটি উসমান রা. থেকে বর্ণনা করেছেন । এই বর্ণনায় আবু আলকামা বলেন, তিনি ওযু করতে শুরু করে ডানহাত দিয়ে বাম হাতের উপর পানি ঢাললেন এবং দুইহাত কব্জি পর্যন্ত ধৌত করলেন ।
عن أبي علقمه به نحوه وفيه: فتوضأ فأفرغ بيده اليمنى على اليسرى - غسلهما إلى الكوعين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৮ | মুসলিম বাংলা