ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পূর্ণ বিবরণ
(৭৭) তাবিয়ি ইবন আবী মুলাইকা উসমান রা. থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। এই বর্ণনায় ইবন আবী মুলাইকা অতিরিক্ত বলেছেন, ‘তিনি তিনবার কুলি করেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করেন ।... তিনি হাতে পানি নিয়ে তার মাথা ও দুইকান মাসাহ করেন'।
كتاب الطهارة
عن ابن أبي مليكة به نحوه وفيه: فتمضمض ثلاثا واستنثر ثلاثا وفيه: فأخذ ماء فمسح برأسه وأذنيه.